🖋️

একদিন এইখানে,
কান্নার অশ্রু সান্ত্বনাকে হার মানাবে
যেদিন,
মৃত্যুর পরম পেয়ালা স্নিগ্ধতায় ভরে যাবে।
সারাদিনের ক্লান্ত যোদ্ধার মত নিথর দেহ
মাটির গন্ধ শুঁকবে,
দু'চোখে জ্বলজ্বল করা সমস্ত স্বপ্ন স্বাদ
ম্লান হয়ে যাবে অন্ধকারে,
স্বপ্ন ভাঙার মতো।

কেহ জোরকরে সবাইকে বলাবে
লোকটা ভালোছিল,
কিন্তু, হৃদয়ে রয়ে যাবে আসল পরিচয়
পুণ্যের নৈপুণ্যে স্থান হবে বিবেচ্য বিষয়
নির্বাক মেনে নিতে হবে পর্যায়-বিপর্যয়
অথচ কত হাঁকডাক, কত নাম পরিচয়।

একদিন,
আমিও গত হব
নত হব
চিহ্নটুকু মুছে যাবে কবরের
হৃদয় থেকে মুছে যাবে নাম।