🖋️
কষ্ট, কতটুকু ধারণ করা যায়?
কতটা সহ্য?
কষ্ট, মস্তবড় আকাশের প্রচ্ছদ কালমেঘ যখন
লাবণ্য চাঁদের ম্লান করেদেয়,
প্রকান্ড হুঙ্কারে তখন ঝরেপড়ে বেদনার নীর-
আকাশের অশ্রু।
অতঃপর নতুনের মতো হাসে
উদারতা।
কিন্তু মানুষ তা পারেনা
মানুষ,
শতাব্দীর পর শতাব্দী ধরে ধারণ করা কষ্টের কষ্টিপাথর!
হৃদয়ের ক্ষতে জমে আবেগের তুষার শুভ্রতা
ভালোবাসার উষ্ণতায় গলে রাগ-অভিমান।
দৃষ্টির চত্ত্বরে অদৃশ্য হয়ে বাঁচে
জীবনের যন্ত্রণা, দীর্ঘশ্বাস।
(........................)