🖋️
কবিতারা আসেনা, নীলিমায় শুভ্রমেঘের মতো ভাসে না, হাসেনা খুকির অবুঝ মন।
দিন-মাস-বছর, যন্ত্রণার পাথর চেঁপে বুকে
কবিতা বিরাগী আমি পথ চেয়ে থাকি।
কবিতা  আসবে বলে...........

ঝরা পাতার মতো কবিতা যখন ঝড়ে পরতো মস্তিষ্কে, আগুনের ফুল মালা গাঁথতাম ছন্দের
গন্ধ ছড়াত বিদ্রোহের।

এখন চারদিকে কবিতার কলরব, আমি পুষ্পপত্রহীন
ছন্নছাড়া
ছন্দহারা।

কবিতা, কোকিলের কণ্ঠ ছুয়ে আসে,
কবিতা, মননে মগজে নিরবধি হাসে
কবিতা, উদাসীন মনে অনর্গল ছবি আঁকে
কবিতা, হাঁটুজল নদীর বাঁকেবাঁকে।

আমি কর্মের গরমে মরুময়।

                   (-)