আমরা দু'জনে চলে গেছি মোহনায়
সঙ্গম শেষে উচাটন সবকিছু
শুরুতে যতটা ভরাট হৃদয় ছিল
শূণ্যতা জমে ধূ ধূ বুক, সাহারায় !
পূণ্যতা জমে এখানে শান্তি স্তুতি
ঝড়ে গেলে ঘাম স্থিত সব কলরব
প্রারম্ভিকের শুরুর পরেই শেষ
শেষের পরেই নুতনের প্রস্তুতি !
আমরা এখন একই কূল দুই তীর
কে কতর দাওয়ে জিতেছি হেরেছি
রাখি না খবর, কে কতটা অস্থির !
উথলে উঠলে কষে বেঁধে নিই
দু'এক কদম অবাঞ্ছিতের ঘোরে --
ঠুনকো পাপের আরেক জন্ম দেই !
আমরা এখন একে অপরের বিপরীত
দেখাদেখি নেই বহুকাল অন্তত
ডজন ডজন সমাবেশে আছি মৌজে
চুটকি নাচালে মেয়েমানুষ অগনিত
টিপে দিলে চোখ না বলাই থাক সেটা
সমাজ শেখাল প্রেম নয় খালকাটা !