আমি এখানে কোন প্রদীপ আর হ্যজাকের
গল্প বলতে আসি নি, খুলুন সংবিধানে স্বাধীনতার
২১ তম অধ্যায় -- আপনাকে একটি গরু অথবা
যে কোন  ছাগলের সাথে তুলনা করা যেতে পারে
অথবা উচ্চারণহীন কোন ছুঁচো ইঁদুরের সাথেও।
সাংবিধানিক আইনে এদের জন্য কোনও
লিখিত বয়ান নেই কারণ এদের আলজিভ অপসারণ
করা হয়েছে, এরা সার্বজনীন
কারণ এদের খাদ্যভান্ডারে সার্বভৌমত্বের সীল
চলাফেরায় নিষেধাজ্ঞা নেই, এমন কি খাদ্য না পেলে
আসবাব কেটে ফর্দাফাক করার অনুমোদনও আছে এদের।
আইন আছে নিশুথে আপনার বাগান ধ্বংস করার
সে ইউক্যালিপস্টাস অথবা বেগেনভেলিয়া
যাই হোক ২১ তম পারেনি এদের সাংবিধানিক হাতকে
প্রতিহত করতে, অবাধ সে হাত কিন্তু গুটিয়ে যায়
দান অথবা পুরস্কার দিতে , সে শুধু নেবার সে শুধু প্রবঞ্চণার
এ হাতে প্রদেশ রাজ্যের তখমা
সেধিয়ে দেবার ,পাচার করার , গুম করে দেবার, তলিয়ে দেবার ,কেড়ে নেবার, ঝুলিয়ে দিয়ে রাষ্ট্রের মত করে
অন্তিম পর্বের বয়ান।
সে কিন্ত নিশ্চুপ ! আগাম দৃশ্যের জন্য উদ্বিগ্ন যেখানে
ছুঁচোর দল বোতল আর সখোয়াত নিয়ে রেডি , গান ধরবার জন্য --- চোখ টিপে বলছে আরো নে,আরো নে
নিয়ম লঙ্ঘনকারী দু''পেয়ের নিস্তার নেই
খোয়ার অথবা খামারের যে কোন একটা বেছে না নেওয়ার অপরাধ ----'
মক্ষীরানী ফুরুৎ ডিমে তা পর্ব শেষ
এস এলা বেলা সঙ্গে নৈশাব্দিক পরোয়ানা
এক এক বক্ষ সহস্র ভোল্টেজ
বললেই জ্বলে যাবে নিশ্চুপ হও শয়তানের মত ঢুকে যাও
যে কোন গোলার্ধে ,যে কোন আবর্তে, যে কোন গর্তে
তারপর রসমের ফুটো করো শষ্যে ভান্ডারে |