চললে কোথায় ? ম্যানহাটনে
কি খেলে আজ ? পনির পোলাও
বঙ্গ ছেড়ে ? রঙ্গে জোয়ার
কোন ভাষাতে ? ইঙ্গটাই বড্ড টানে !
পশ্চিমী সাজ ? আইটেম ওয়ান
চলন বলন ? নো ব্যাবধান
বাপ মা তবে ? ইন হেরিটেজ
গেরস্থালি ? এই দুজনে ইস্টু ওয়ান !
নিজ ভূমে আজ ? ইংরিজি টা
বাঙলা তবে ? একঘেয়ে মাল
স্কুল, কলেজে ? লোক দেখানি
অফিস কাছার ? বিদেশ ঘেষা
শহীদ কারা ? মরল যারা
বাঁচল যারা ? বগলদাবা
একুশ তবে ? ঝাঁকিয়ে হাসে
মৃত্যুতে আজ বদল আসে !
মাতৃভাষা ? একঘরে ঠাঁই
মঞ্চ আঁওয়াজ ? লোক দেখানো
রবীন্দ্র আর নজরুলেরা ? সামলে নিলেন
কার কি ঠেকা ? মান ভাঙানো !
আমরা তবে ? জটলা বাধাই
মাতৃভাষার ? শয্যা বেছাই
শহীদ বেদীর অন্তরালে ----
স্বজন ঘাতক আগুণ জ্বালে !
বি:দ্র - কবিতাটির নামকরণ অর্থাত সে সময় বাঙালী গুপ্তচরেরা যারা বিদেশী শাসকদের পদলেহন করে ক্ষতি করেছে বাঙলার তাদেরই প্রসঙ্গ উত্থাপন করা হয়েছে।