সকল সখায় আগুণ আছে
সব যাপনেই বৃন্দাবন, প্রেম
তখনই মানুষ খোঁজে সঠিক
পেলে প্রেমিকমন -
এক জীবনে হয়কি পূরণ
চাওয়া পাওয়ার এইযে দিন
জোয়ার যেমন প্লাবন এনে
ঋদ্ধ করে ভাটার ঋণ -
চৈতী এসে ঝড়ায় প্রহর খসায়
ধূসর ধূলির স্তর, বৈশাখী মেঘ
কৃষ্ণচূড়ায় পলাশ রাঙায় সেই
বাসর -
কেউ কি জানে কিসের টানে
ছুটছে মানুষ রাত্র দিন, ঘূর্ণি
যেমন উঠছে প্রবল থামছে
আবার অন্তহীন -