পূজা পাঠ শেষে হেমন্তিও বৃন্দাবনী টিপে
আরাত্রিকা , ভজনের কাল বেয়ে একচ্ছত্র মেলা
জলপাই চুড়ি, লালচে চিরুণী
জৌলুস ফিতে আর মদির কাঁচুলি -
মোচ্ছবের ঘি আগুণ তার সর্বাঙ্গ
উজ্জীবিত করে -
অবশিষ্ট পাতে শুধুই ভজনার দুর্বহ ঢেঁকুর
আর বর্জ্যের উচ্ছিষ্ট ,
বাকিটা গোটা এক রক্ত মাংসের ইতিহাস
ক্ষয় লয় যজ্ঞ শেষে কালের মেরুদন্ড
মোক্ষম ঠেকিয়ে রাখা !
উদ্বোধন আর তিরোধান মূল এই সূত্রের আপাত ভরণ পোষণ, সবটাই প্রথম ও শেষের নান্দনিক সহাবস্থাণ মাত্র !