নূতন বলে- ওরে পুরাতন
ডাকিস কেন পিছু?
পুরাতন বলে- আমার কাছে
আছে অনেক কিছু।
নতুন বলে- যা আছে তোর,
সবই জীর্ণ ভগ্ন-স্তুপ
ওসব দিয়ে আজিকার দিনে
যায় না করা কিছু।
পুরাতন বলে- ওরে নূতন
মিছে কেন করিস বড়াই?
তোর তরে যে আমি-
করেছিনু লড়াই।
সেই ফল লভে; জন্ম যে তোর
কেন ভুলে যাস্ ? পুরাতন-
উপরে ঠেলিছে তোকে সদাই॥