কথাগুলো
চৈত্র দিয়ে শুরু হয়েছিল
উপবাসী চোখ আর
আলুলায়িত
যাবৎ অক্ষরসহ
আলের উপর দিয়ে অনায়াস যাতায়াত
অকারণ দৌড়ঝাঁপ
মুঠোময় টুকরো কাগজে
হিজিবিজি তোর আমার নামে
আজও উপবাস !

অনেকেই ছিল তবু কেন তুই-ই
লাজুক ছেলের মত ঘাড় গুঁজে
বেঞ্চগুলো ঠেলা দিত বলে ' চোখ তুলেছিলি
ভালো লেগেছিল
এ সময় ভালো লাগে উদোম আকাশ দিগন্ত মাঠ
লাগামহীন ঘন্টা বয়ে যাওয়া
ঠায় চেয়ে থাকা
হেঁটে চলা অলিগলি হাত চেপে ধরা
প্রেমিক যুবক !

থেমে থাকা বাসস্ট্যান্ড ' দীর্ঘস্রোত বয়ে চলা
অপেক্ষা প্রহর
ঘোরাফেরা চলে অহরহ এই মন
স্মৃতির ভেতর ' দিনগুলো একাকার
ঋণ হয়ে আছে তোর আমার
বুকের ভেতর আজও সেই তীব্র উপবাস !