ভান্ডারে তব ----
আমারই মতন তুমিও ধূলায়িত
ঘাড় ধরে নামানো হচ্ছে আটচালা মঞ্চ থেকে
আগেও হয়েছে খুঁজে দেখ ডাস্টবিন
ক্রমপঞ্জি গুলো দেখেছ সঠিক
কতশত লাশের পাহাড়
একত্রে শুয়ে আছে
প্রহেলিকা যেন অন্তরালের তৃতীয় পাক্ষিক
তুমি তারে এনেছ স্বদেশ
ক্ষমাগুলো অর্থহীন একদল ঘাতক পরিখা
রক্ত বয়ে দিয়ে গেলে দান
আমাতেই খুঁজে দেখ বিষন্ন প্রণেতা
দেশে দেশে চর্যা বিলি করি
ঘুমে আছে
চেয়ে দেখ কতটা প্রাদেশিক
পেটে পিঠে
ব্যাবধান ঠিক কতখানি
ঝড়েছে শৈশব
রুটি হয়ে বিকিয়ে রয়েছে
আজন্ম খাদ্য মহোৎসবে
এই ঘর ভূমিস্থল ভাগ হয়ে গেছে পরস্পর
জানেন প্রণেতা এ নিরেট জোন
শৈশব দেখে নি ,দেখে নি কি
কি ভীষন ভাগাভাগি তুমিও খন্ডিত হলে
আজ অজানা আক্রোশে
ভূমির উপর অথচ প্রত্যাশিত ছিলে
জনে জনে শান্তি দিলে শুধু
ছত্রে ছত্রে তার, ভরে দিলে প্রাণ
শান্তি দিলে স্থিতি দিলে
শষ্যভান্ড বসুন্ধরা প্র পিতার যুগ্ম উপহার
ধূলিস্তূপও নত মুখ
ধরাতল শতকোটি গর্বে সাজানো
একে একে দিয়ে গেছে উৎসর্গীত প্রাণ
যারা অস্তমিত সূর্যের মতন।