তোমার কর্ম তুমি কর ...
নদী আর জল
তোমায় ছুঁয়েছে,তীর্থের মতন
দু'মুঠো ঝিনুক নয়
হাত ভর্তি মহর্ষি হৃদয়
জোড়া পটে
তুমি আর তোমার বৈভব ||
তখন গার্হস্থ্য ছিল
বলা যেত , যেওনা দাঁড়াও
আজ এই ছন্দহীন দিনে
দৃশ্য ওগো কঠীন বাস্তব
কোথায় বসাবো ?
ছূঁয়ে আছো
সর্বস্ব হাড়িকুড়ি ক্ষুধা
নদী নালা বন্দর
গোটা জৈব প্রদেশ
নির্জীব আমার শোক খাদ্য হয়েছে
ঘরবার সবটাই মরু অঞ্চল ||
ভুল করে ভেবে নি
জীব খাদ্য প্রেম
এতে
মোক্ষ আছে ?
এতে
নিবৃত্তি আছে ?
আর কি কি যদি জেনে যাই
ভুলটা শুধরে যাবে ঠিক.......
"""""""""""""""""""""""
বহু পুরোণো পড়ে থাকা কবিতাটি পোস্ট করলাম।