কোন সংকেতই অবমাননার নয়
বিশেষত কোন এক উপদ্রুতের বারুদে
ঠিকরে ওঠে যখন
কোন বিভৎস ইঙ্গিত
যে সভ্যতা লয় হয়ে পড়ে আছে অবশিষ্টাংশ
প্রত্নের ভীড়ে
আমরা তার বৈধতা স্থির করতে পারিনি
প্রাচীন ভস্মমন্ডলী থেকে উড়ে আসা
আকস্মিক কিছু গোলা বারুদের লুপ্ত কঙ্কালকে
ঐতিহ্য ভেবে ভুল করে আবার ফিরে
এসেছিলাম অবচেতনার প্রত্নদ্বীপে !
এই অবসাদ এগিয়ে এসেছে অনেকটা
পূর্ণ দ্রষ্টা নাগরিক এখন দ্রাঘিমাংশের শেষে
সেই স্নায়বিক দৃশ্যতেই অমঙ্গল দেখছেন
সেই উদ্যত দাঁপিয়ে বেড়ানো
প্রয়োজনে কয়েকদফা বারুদ ছিটিয়ে
চোদ্দ দফার বাগাড়ম্বর দমকায়, মানুষ মাটি
কাঁপিয়ে অগ্নি সংযোজন নামক সেই
আদিম পদ্ধতি ! মস্তিষ্ক ভেদ করে যখন জাতি সমাজ সভ্যতার গায়ে এসে লাগছে আহুতির ছাট্
ঈষৎ ঝুঁকি নিয়ে এঁটে দিচ্ছি গরাদ কবাট
আড়ালে ঢেকে নিচ্ছি ওঘরের এঁদো কাপড় চোপড়
সংকেত দেখলেই বারের পূজোয় বাড়ছে
চাল কলার যত্ন আত্তি !
তথাপি বেড়েই চলেছে সংকেত
সমাজ দেশ পেরিয়ে সদর্পে
নির্ভয়ে জড়িয়ে পেঁচিয়ে
ছড়িয়ে ছিটিয়ে বিচ্ছিন্নতা বেড়েই
চলেছে ঘর সংসার মানুষ, অলি গলি পর্ব জুড়ে শুধুই সেই আদি সংকেত !
আব্রুহীন পথে ঘাটে
ছিটিয়ে রাখছি সেই লজ্জা
তার ওপর দিয়ে হেঁটে চলেছে
আমাদেরই আত্মপ্রবঞ্চণা
হৃদয়ে বৈকল্য চড়িয়ে জানান দিচ্ছি
গ্রেডের তাকতে মনুষ্যত্ব হ্রাস বৃদ্ধির ধাপ কেমন
বাড়ে কমে !
নিজের কাছে নিজের নিধন হওয়ার
এও এক সংকেত I
এর কোনকিছুই অবমাননার নয়
ভারসাম্যের তাগিদে তাকেই প্রাপ্তি বলে তুলে নেওয়া যেটা গতকাল ফেলেছি
বয়ে যাওয়া,বখে যাওয়া, ঠকে যাওয়া সবটারই
নিঁখুত সূক্ষ্ম সংকেত অর্থে
শুধু আমরা তার অস্তিত্ব উপলব্ধি করতে পারিনি !