উন্মুখ
****************

শেষ প্রহরে গান এল এই মনে
সেই যেখানে অথৈ জোয়ার জল
ছায়ার কারু উল্কি বোনা মুখের
যেই ছুঁয়েছো পাষাণ সমতল |

প্রথম দেখেই প্রেম এল এই মনে
মুচকি হাসির ঝিলিক মাখা ঠোট
যেই রেখেছি সবটা চোখের ভাষা
বুঝেই নিলে প্রেমের প্রথম পাঠ |

লাজুক মুখে দ্বন্দ দ্বিধার ভয়
অল্প বেঠিক্ সবটা সঠিক নয়
কে কার প্রেমে লজ্জাবতীলতা
কে এগোবে পেছবে কার জয় |

গান চলে যায় দিন ঢলে যায়
ঠিক্,গুঁমরে ওঠে বিষন্নতা হায়
কালের ঘরে আরেক বিপন্নতা
ঠিক কেড়ে নেয় আসন্ন বিশ্বাস |

মন ভেঙে যায় বুকভরা প্রশ্বাস
প্রেমিক সে জন কি উচাটন মন
ঠিক বোঝে না কখন প্লাবন ক্ষণ
ঠিক জানেনা অথৈ কে কখন |