এমন হয়না আনুবিস
গম্বুজের আড়াল থেকে অযথা
প্রেম নিবেদন,
পত্র জুড়ে মুগ্ধতা থাকনা
আমার না হওয়া কাহিনী হয়ে -
তাতে না-ই বা হল কোন
পরাগ দোহন, চৈত্রের খাপছাড়া ঘূর্ণির
ভ্রষ্টতায় ভেঙে যাক্ উর্ণির ছাও
ভস্মের গূঢ় তত্ত্বে আঁতস ঠেকিয়ে
কোনদিন নয় খুঁজে নেওয়া হবে
দৃষ্টিকোপ রহস্য -
মৃত্যু থেকে উঠে আসা সে হাত কে-ই বা
ধরতে চায় বলো -
সে এক ফকির একদৃষ্টে চেয়ে
কিছু একটা আবিষ্কারের নেশায় মশগুল
একশো ফনা নিয়ে নাগপঞ্চমীর
খোঁপাতে তখন সে
দৃশ্য জুড়তে ব্যাস্ত ।
আনুবিস ! জানি তুমি মুখ চেয়ে
আজও ধরে আছো অষ্টম উপশয্যা
কি করি বলো ! কাছে আমার
প্রাচুর্যের সিঁড়ি নেই, মর্মভেদী সিঁড়িটাও
নিয়েছে সরিয়ে -
আমি তাই ঝুলে রইলাম অপ্রকাশিত
অধ্যায় হয়ে , তটে আমার দো' বেলা
পিরিতী আহ্বান ,বাসুকি গোলাপে চলছে
প্রত্ন যোজনা , অথচ কি প্রগাঢ়
জীবনশক্তি নিয়ে সেখানে নুইয়ে
রইলাম আমি -