সব কাব্য চলে গেছে
বোধের ওপরে,একফালি মেঘ রৌদ্র নিয়ে
কেবল গুছোবার প্রবণতা
বৃষ্টি এলিয়ে দিল একখানা পোড়ো চৌকি
আধছেড়া কম্বল
গামছাখানা গলায়' সেঁটে বসেছে
আষ্টেপৃষ্ঠে ' মাথা ঘাড়ে
বইছে প্রযত্নের সেলুলয়েড !
এই তোমাকে চিনি আমি
গত শতাব্দে আমায় কিটস্ দিয়েছিলে না
পড়ার বইয়ের তলায় আমি আর তুমি
ঝুঁকে থাকতাম ধরা পড়লে _
অর্ধেকটা উদ্ধার করেছিলাম কোনমতে
তাতেও বসল ভাগের কড়া'
লাটাই নেই' মাঞ্জায় ঝঞ্ঝার প্রবণতা
ঘুড়িটাও নেতিয়ে রয়েছে চালায়'
আরতি শঙ্খের
ফুঁ'য়ে উন্নয়নের বৃথা প্রচেষ্টা
অবশিষ্টাংশকে ধরে আছি
দেবতা আর দৈবের মধ্যিখানে, যদি _
সোজা করে ধরার পর
মাথাটা উঠল দুলে
দু'একটা ঝিলিক এদিক সেদিক থেকে
ঠিকরে পরছে লয়েড স্ক্রীনে
এইতো সঠিক সময়' ঘিলুর মোড়ে টাঙ্গি টানিয়ে
সটান স্টেডি '
লগ্নের অক্ষরগুলো
জন্মেই শুরু হল কাড়াকাড়ি !