সারে যাহা " গাইতে আসা দলগুলির
দিকে চেয়ে আছ
নূতন স্বাধীনতার অপেক্ষায়
এখনও ‐ ?
একটি স্যলুটের বিনিময়ে
ওরা বেঁচে দিচ্ছে
তোমার ভাবমূর্তি
সাম্যবাদের আর
দলমত নির্বিশেষে ঐক্য প্রগতির
স্বপ্নকে,
এসে দাঁড়িয়েছে হতভাগা হা'ভাত
গোটা সমাজব্যবস্থা
কামাঙ্গ আড়াল করে
সেই ধর্ষক
সিঙুর লালগড় দিল্লি আগ্রা
কোরিয়ার মজদুর,চায়নার সংগ্রাম
সেই সাঁওতাল পরগণার সিঁধু কানহু
সব,স-ব্বাই !
যখন পরাধীনতার লজ্জা
ছেয়ে ফেলেছে গোটা দেশ
দেখলে রাশি রাশি বেয়নেট
স্বৈরশাসনের মদত
স্থির হতে দিচ্ছে না তোমায়
যখন মধ্যগগনে ঠিকরে পড়ছে তোমার দ্যুতি
ভাঙণে মত্ত হল ওরা
বিভ্রান্ত দেশটা আছড়ে পড়ল
তোমার পায়ে
ভেবেছিলে, নারী পুরুষ একসাথে হেঁটে যাবে
পূর্ব থেকে পশ্চিম
উত্তর থেকে দক্ষিণ......।
আসলে ওরা তোমাকেই টুকরো
করেছিল, গোটা ভারতের
বুক থেকে উপড়ে দিয়েছিল তোমায়
ঈর্ষায়,শংকায়
ভাঙণ রোধের অসহায়ত্ব
তখন তাইহোকু প্রমাণ খুঁজতে ব্যস্ত
তুমি নিশ্চিন্তে শুয়ে আছ
কোন্ প্রদেশের অতলান্তে
শেষ শ্রদ্ধা ধুয়ে দিচ্ছে বন্দরের মাটি
কোল উজার করে দিয়েছেন
প্রকৃতি মাতা
"একটু ঘুমো বাবা "
শেষ বাতাসটুক বুলিয়ে দিয়েছে
গুল্ম লতার বেষ্টণী।
টুকড়ো অস্তিত্ব নিয়ে আমরা দিশেহারা
তুমি সেই সাজে
মুখে মৃদু হাসি,বলেই চলেছ,
"কদম কদম বাড়ায়ে যা""
আজও। আজও !