কবিতা শুধু লিখলে হবে বুঝতে হবে
সর্বজনীন অভাবগুলো,কষ্টগুলো,দু:খগুলো
সমান ছত্রে রাখতে হবে সব সমাধান
সব অনুরাগ সবটা ছত্রে,গানের সুরে
বললে হবে নিন্দা মন্দ নামতে হবে।
ধরতে হবে কাঁধটা তবে হৃদয় নামক
সখ্যতাকে রাখতে হবে, মাঝ বরাবর।
সবাই মানুষ রক্ত রঙও হাড়ের সংখ্যা
সমান সবার,ব্যাথায় কাঁদি,সুখের হাসি
সবকিছুরই এক খতিয়ান, কি হবে
আর ধর্ম গুণে সে ও তোমার পাশ সহোদর।
অযথা এই মঞ্চ ঘিরে বড় ছোটোর
নিম্ন বয়ান, মুচি যে সে জুতা বানায়
বাড়ি বানায় ইঞ্জিনিয়ার,কাজের ফারাক
না হলেও মানুষ কিন্তু সেই পরিমাণ।
একই হৃদয় একই শরীর লঘু গুরুর
ভেদ বরাবর,কদর আদর আমরা সাজাই
নিজের খেয়াল, নিজের ভেতর।
সৃষ্টি হাসে ব্যাঙ্গ ভরে কে দিল তার
এ অধিকার, ছোট বড় সবাই মানুষ
সব মানুষের একই বিচার ,
লিখতে হবে গল্পে কথায় জাগতে হবে
এসব ছেড়ে,মনটা অসীম বৃহত্তর
দাও ছড়িয়ে সবার ভেতর।
এ দায় তোমার এ দায় আমার লিখছ যারা
সব ব্যবধান,কেউ ছোট নয় সমান সবে
সৃষ্টি যেমন সুপ্ত থাকে সৃষ্ট আধার বুকে
সব শিশুতে ঘুমায় পিতা আচ্ছাদিত সুখে।