|| ১ ||
গড়িয়ে যাচ্ছে - সময় মানুষ
সুতো ছাড়তে ছাড়তে ব্রম্মান্ড থেকে আরেক বিশ্বে
ঘুড়ি মেপে দিচ্ছে মানুষের ব্যসার্ধ
যে বলছে অনেক দিয়েছি - ওরা দেখছে
চতুর্বগের পলকা কাগজে
বাতাসের ওড়াউড়ি , মাত্র দুইজন
ডানাজোড়া লাটাই দেখেছে !
|| ২ ||
কেউ কিচ্ছু বলছে না , বলবে না
প্রনাউনের বিস্তীর্ণ যোগ - চুপি চুপি টোকা পড়ছে
প্রায়শ্চিত্ত গালে ' কিছু একটা খসবেই
|| ৩ ||
ওতো রুমমেট, শুয়ে রাখা অসমাপ্ত শেল্
বিঁধলেই আরেক অধ্যায়, বৈচিত্র্যে ছড়াছড়ি
আঠারোর প্রদক্ষিণ শুরু
ফিরে এসে আবার লক্ষ্যস্থির -
|| ৪ ||
মাত্র এক ' টাকায় মেয়ে ! ফকটেও !
চিরবৈচিত্র্যের দেশ
জেনে বুঝে খবর হয় পুরুষ প্রকৃতি !