********
চোখ মেলে দেখি
স্তম্ভপথ জুড়ে নিরবচ্ছিন্ন নীরবতা
ধুয়ে দিচ্ছে জাগতিক উচ্ছিষ্ট -
রেষ্ট্রিকশন্ এর
মোহর সেঁটে কিছু থাল্ বাটি গ্লাসের
ওং তন্ত্র শেষে - শব্দের ঝনঝনি !
********
কানপাশা ওমন কেন হবে
কাক পক্ষীও টের পাবে না,
মৃদু লয়ে কানে গালে
কত ঠেস্ ঝলকের গায়ে !
********
বিন্দুগুলো ঝোড়ো হলে
তুমি আমি একই, হেড টেলের
সমানুপাতিক খাতে
ত্রিভঙ্গের ওঠাপরা ........