কবিতা - ঠিক যখনই
**********************
এমনভাবে কেউ জানেনি আগে
যেমন করে তুমি আমায় জানো
সেই আবেগি মনটা আছে জেগে
প্রেমের আলোয় মুগ্ধ ফসল বোনো |
ঠিক যখনই দাঁড়িয়ে ছিলে পথে
যেই বয়েছে দখিনা মেঘ আলো
বসন্ত রাগ আলতো ছোঁয়া মেতে
বুঝিয়ে দিল হৃদয় দুয়ার খোলো |
এমনি করে কেউ বলেনি আগে
যেমন করে আমায় তুমি বলো
ঠিকরে আলো ঝলক লাগে চোখে
সেই মায়াবী রঙ্গে তুফান তোলে |
উড়ছিল চুল টুকরো তারি এলো
কপাল জুড়ে ঢেউ এলিয়ে খেলা
রশ্মি চ্ছটা টুকরো গালের পরে
প্রেমের কলি নাছোড় খেলা করে |
ওষ্ঠ কলির দু'চার শ্লোকের গান
গুঞ্জে যেন পাহাড় চূড়ের স্নান
হরেক সুরের বিচিত্র সঙ্গম,দেয়
ভরিয়ে প্রভাতী সরগম ____ |
এমন করে কেউ দেখেনি আগে
যেমন তোমার নজর লাগে চোখে
ওমর যেমন রক্তে আগুণ জ্বালে
তোমার ওচোখ অশ্রুঝড়ায় গালে |
আমি কবিতা লিখি তুমি কি কর -