***মৃত্যু মানুষের অবধারিত সত্য ও নিষ্ঠুর সমাপ্তি। তবুও তার সাথে কত ছলাকলা গড়া ভাঙা আমাদের।সহজভাবে না গ্রহণ করতে পারা এই অধ্যায় আমাদের বুঝিয়ে দিয়ে যায় কত অবুঝ সত্য পার না করার তারণাই পৃথিবীতে এত জৈব পাথরের সৃষ্টি I শুধুমাত্র নিজেকে প্রকাশের উদ্দেশ্যে বিকাশের  তাড়ণা এছাড়া মহত্ব কি মনুষ্যত্বের ***




তোমাকে দীঘল লাগে আরো
মুখ থেকে ফের ফিরে এলে
রঙীণ আঁতসে তোমায় জড়ালে
দৃষ্টিজোরা মুগ্ধ হয় হরেক প্রকার
ছুঁয়ে দিলে কবোষ্ণ প্রাঙ্গণ,তুমি
মায়াবিনী গরমিল বুকের পাঁজর
জ্যোৎস্না জড়ালে নক্ষত্র রবী শশী,
মেলে ধরে পৃথিবীর ঐশি প্রহর
তোমায় ছোঁয়ালে বেদুইন শিরা
বীজ বোনে যব চাষ বুকের ভেতর
তোমাকে মহৎ লাগে মুহূর্তের সুখ
ফেলে যাওয়া অহেতু গেরস্থালি
ধরা দাও কাছে তুমি যত ভূমিকায়
তোমাতেই থিতু হয় মোক্ষ কথাকলি
ডেকে নিলে ধবধবে চাদরের গলে
ভীষণ অহিংস লাগে বুদ্ধের মাতন
স্তব্ধ হলে লেনদেন বুর্জোয়া লাগে
তুমি এলে সয়ে যায় সাম্রাজ্য পতন
তোমাকে অগাধ লাগে মায়ার মত
আঁধার সেঁধিয়ে সেই অচানক
নিভে গেলে অবয়ব তুমিই উদ্ধার
তোমাতে সঁপার পরে স্থায়ী লেনদেন____l