এই একরাশ কাব্য
এখন আমি কোথায় রাখি বলতো
ঘরে ঢুকলাম - মুখ ফেরাল বৌ
বাজার গেলাম - বলল কাগজ নয়
নোট চাই |
গেলাম মন্দিরে - জানাল প্রণামীটা বেড়েছে কিঞ্চিৎ
গেলাম মাঠে দলে নিলনা কেউ
ওপাশে তিনদিনের ভোজ
- জানাল কলম কালি ব্যাতিরেকে -
দোর দিয়ে বসে আছে মা'
কাশির সিরাপটা ইসস্ মনে নেই !
রাস্তা অবরোধ - কোন্ কবি কবে
দ্রোহ লিখেছিল !
আমিওতো কৃষ্ণ লিখেছি বলে প্রেক্ষাগৃহে
জাপটে বসে আছে বিবাহিত বর
গৃহ অবরোধ - নিশঙ্ক ঘোড়ামুখের খাঁ খাঁ ধোঁওয়ায়
বিচ্যুতি হল আমার | কাব্য নিল না সেও
ঝরঝর কেঁদে ফেললাম
আমার সাইত্রিশ নম্বর জীবনের কাছে
কাঁধে হাত রেখে বলল - তোমার জন্যে আছি