তারপর
একদিন সবটাই ফাঁকা
ভয়াবহ শূলবিদ্ধ লাশ
সবটা মিথ্যে নয়
এর তার পরাধ লুকোতে
পথজোড়া শব্দ বিন্যাস।

তারপর
বেড়ে গেছে আত্মার দ্রোহ্
সংঘর্ষে নিহত মর্মবোধ
বিতর্ক ছেয়েছে গোটা মাটি
মুখজোড়া নদীর অবরোধ
ভাঙা চরে একফালি রোদ
অসমান কল্পিত ঈশ্বর
গোটাকত্ কৃত্তিম শিশুবুড়ো
নির্বিকল্প খেলা পরস্পর।

তারপর
ক্রোমোজোম আছে কিনা দেখি
অবশিষ্ট মানবীয় ভ্রূণে
দুঃখিত সমাজ খুঁজে ফেরে
নকল প্রজাতির জিনে।

তারপর
সবটা মেলাবে
খোওয়া কথা তূণীদের লাশ
অধস্তন বহু তথ্য ঘেঁটে
খুঁজে পাবে নির্ণেয় পলাশ
পাপড়ির ছিনিমিনি,কেশর সুবাসে
খুনীরা রেখে যাবে চুপে
অতঃপর কিছুটা দীর্ঘশ্বাস ।