কিরীটির ঘন্টা, গুচ্ছ নরমুন্ড,যজ্ঞের দাবানল
ছড়িয়ে ছিটিয়ে কিয়দংশ সমাজের লাশ
বিপন্ন কাপালিক আর হিং ক্রিং গুনীণ আঁওয়াজ......
বিপন্নতায় বেঁচে থাকা
মন্ত্রমুগ্ধ ঝালর চড়িয়ে অচ্ছুৎ হয়ে যাই
ইদানিং টিকটিকি বেড়ালে আমিও
অমঙ্গল দেখি,
মলিনতা ধুয়ে আসি নৈবেদ্য প্রদীপে
রাত জাগা অমঙ্গল বলে
ওং মন্ত্র তাবিচ কবচে।
এর তার ক্ষতি বলি
ছক কেটে মাটির দাওয়ায়
ওং হ্রিং দাউ দাউ ঘৃতাহুতি মুন্ড জবাই।
লকলকে আগুনের ছাট্ ছুড়ি
শান্তির ঘরে,আমিও যে পুড়ছি জ্বালায়।
ডায়েন মন্ত্র শিখি
ওপাড়ার ঠাম্মি ডায়েনে
মন্ত্রপূঃত তিল জল বেল পাতা
থুয়ে আসি কাকভোরে
নষ্ট হ' নষ্ট হ' ধ্বংস শলায় !
ভুত প্রেত ধরে আনি জুড়ে দিই
বশ্ মন্ত্র
দিব্য স্বজন হয়ে যায়।
যাদু ঘরে ছক্ আঁকি মুষ্টি ধূলোয়
মৃত শব,ভাঙা ঝ্যাঁটা,আধপোড়া
মানুষ,শৃগালে -
মন্ত্রমুগ্ধ ঝালর চড়িয়ে
আমিও অচ্ছুৎ হয়ে যাই I