শুধু সেই শটটা দেখবার জন্য
মিছিলে এসেছি, রক্তে ভাসা পায়ে
শাল কম্বল মুড়ে , অভিযোগ হীন
নিরুত্তাপ, অবরোধ হরতালে
একযুগ প্রায় - ক্ষয় হওয়া শুকতলা !
অগ্নির সূচনা লগ্নে সেই হেঁটে চলা
মুষ্ঠিবদ্ধ কাগজ হাতে , কোন্ দস্তাবেজ
একগুচ্ছ অবজ্ঞার কাছে
বারংবার এ জন্ম বয়ে চলা -
উচ্চস্বর সে অট্টহাসে ভস্মীভূত আমার
সুখে থাকার দিন , বছর , মাসগুলো
ফকোট উত্তেজনার ছাই এসে
পুড়েছিল আমার সর্বস্ব , সেই তোমার
অন্তিম পরিচয়, ফ্লাগ,ফেস্টুন হাতে
ছুড়ে দেওয়া উপেক্ষার হাসিটা শুনতে পাই
আজও !
অনাড়ম্বর চাতাল নিয়েছে আমায়
উপেক্ষিত শ্রমিক হিসেবে , তাপ্পির কম্বলে দেখ
কেমন বিনোদন মহরা
ছেঁড়া চপ্পলে অনাদায়ী ঋণ্
কাঁধ বেয়ে নেমে আসা নোনা জলে
ব্যঙ্গের তছরূপ , আর সেই ফেলে রাখা
দস্তাবেজে আজ প্রজন্মের আবাহন -
মিছিলে যাবে বলে উর্দ্ধে হাত ওর
সুউচ্চ গদিতে নতুন এসেছে কেউ
কালো রক্তের নোট ভাঙিয়ে -
স্যান্ডেলে আর্তনাদ , উৎপাটন হব না
জেল্লা কমে আসা কম্বল মুড়ে
আছে ত্রিজাতের গায়ে ,
নোনা জল খসিয়ে সময় চলেছে পরের
বৃন্দাবনী গাইতে -
ঠিক এরপরের - শটটা - ই