কবিতা : স্বরস্বতী হে

সরসোতি হে --------- '
তোমার নামে হপ্তা তুলি নি
এ মন্দির আজ
সুরহীন, কচি কাচা ভাগ্যিস !
গগনচুম্বি ছায়ায় ঢাকা পরে যাওয়া
তোমার উঁইয়ে কাটা দেহে
কয়েক পেগ ঢেলেছে ওরা ,আমিও
চটুল দৃষ্টি চুটকি চুম্বন মানিয়েছে বেশ !
আর কেন নেমে এস দেবী
দ্যাখো
মসনদ ছাড়পত্রে এই বখে যাওয়া-------- !!