গান ভেসেছে প্র্যাত্যহিকীর নামে
জল আর মেঝের বাসন্তি প্রাঙ্গণ
প্রাণের জোয়ার উথলে ওঠে সুখে
জোয়ার ধারার মৃদঙ্গ আসমান।
মন গহনে লুকিয়ে যোগ সাজশ
ভোরের আলোয় জখম খবরগুলো
প্রাক্ সকালের নন্দিত খোরপোষI
আঁধার হলে উঠবেই সে জেগে
ঘরদোরে যার নজিরবিহীন তোপ
ধোঁয়ার আঁচে পাঁজর পোড়ায় যারা
হৃদয়বিহীন মানবতার শোক I
আঁধার মনের নিয়মগুলো একই
জলের ধারে প্রাণের কাটাকুটি
যেসব মনে লুকিয়ে চাষ আবাদ
আবাদগুলোয় বিসম্বাদের ঘুঁটিI
আঁতরদানে গল্প ওঠে জমে
কোথায় কাদের কিসের অবক্ষয়
সবটুকেই মুখিয়ে থাকে অগাধ
নিমিত্তের এই ক্ষণের অপচয় I
বেচা কেনার চর গিয়েছে শেষে
গাল বাড়িয়ে আগাম বাহক দল্
ভাসছে সুখে থাল্ বাটিকার রূপ
গড়িয়ে গেছে কূল কিনারে এসে।
সকাল যেটা সবটা আলোক নয়
দৃষ্টি ঢেকে দৃশ্য দেখায় প্রমুখ
স্বচ্ছতায়ও রোগ জীবানু অগাধ
জীবন শেখায় পিছের সমন্বয়....!!