আপনারা যেভাবে প্রদক্ষিণ করেন
মুড়ে রেখেছেন সময়টাকে
চতুর্ভূজ রৈখিক দূরত্ব দিয়ে নিজের মত করে
বেঠিক নিষ্ঠা আছে সেখানেও
দূরত্বকে এতটা দিলেন বাড়িয়ে যে
দেখা গেল না কিছুই,
মাথার পর মাথার উত্থিত অংশটুক
কেবল থাকল জেগে,
আমি কোথায় জুড়ব অংশ ----

মলিন কাটা ছেড়া কিছু শব্দ নিয়ে চলেছি
আম্রকুঞ্জ গড়তে, এতটাই ফাঁকা -
হুমড়ি খেয়ে পরছে সব আপনার কারুদ্বীপে !

অথচ পৃথিবী চাইছে আশ্চর্য সেই দ্বীপটা
যেখানে নৈবেদ্য শব্দ উঠছে জেগে
পরমাক্ষর কিছু ছড়িয়ে দিলাম উঠোন জুড়ে

রৌদ্র জেগে উঠল
সেই আশ্চর্য প্রত্যুষ,বুলিয়ে দিলাম চ্ছটা
বিপত্তি বসালেন সেখানেও একগাদা শব্দাক্ষর
দিলেন নস্মাৎ করে ---

আপনার ছুড়ে দেওয়া কাজল লতায়
একফোটা কলকল শব্দ নেই,উচ্ছাস নেই
আর রুজ, লিপস্টিকে লেগে আছে
ব্যাবধান,দূরত্ব,অবিশ্বাস-
চোলি ঘাঘরায়
মহলের ছিটকে আসা ফোয়ারা !

অরুদ্ধতী সোম ! সুবর্ণলতা আপনার ঘর বেয়ে উঠেছে উঠুক
আমরা সেই দৃশ্যের পূজারী ঠিকই

কিন্তু আপনার প্রসাধনে আমাদের আয়নাটা
বাজেয়াপ্ত হলে
কোন রাষ্ট্র নেবে তার দায় --- ?