সুন্দর ! মেলো চোখ
অলিন্দে এস বসি
জীবনানন্দ এনো, দু"চার কলি গোলাপ
হাতে রেখ কিছু মুখ্য কাব্য শ্লোক
ক্রীম সূচে বোনা জলপাই পাঞ্জাবী
মৃদু হাসিমুখ, ফ্রেঞ্চকাটে বেলোয়ারী
উদার ছন্দ মেলে দিয়ে রোশনাই
আমি তুমি আজ
তাজের দিওয়ানা হব
সুন্দর ! বলে যাও
যুগের মহলে মিনার তাজমহল
যে যুগল প্রেমলোক
এ আঁচলে আজ বাঁধা থাক স্পন্দন
ছোঁও মণিহার উঠুক প্রজ্জলন
এস আজ মুখোমুখি
আঁচল উজানে প্রণয়েরা উদগ্রীব
লীন হবে বলে এ বুকের তান্ডব !
সুন্দর ! হও লিলায়িত!
দেখ, কলিতে স্খলিত স্থাপত্যদের ভূম
আমরা মেলাবো যুগলের সম্পদ
জীবনানন্দ বনলতা থেমে থাক্
ওষ্ঠ অধরে বন্যের মহাস্রোতে
চল আজ নয় শ্লোকের পেয়ালা ভরি
সোজাসুজি বসি অলিন্দ বাতায়নে
সুন্দর ! এই নিভৃত জ্যোৎনায়
গোলাপ কপোলে চেরীদের অরাজগ
আলগোছে থাক্ স্বপ্নাবিষ্ট চোখে
গোলার্ধ থেকে নেমে যাক্ ঈশ্বর
এ তীর্থে আজ স্বাক্ষর হয়ে থাক্
তুমি আমি আর উর্বশী দিবালোক_____l