তোমাকে দেখে শুধুমাত্র দেখেই
চলে যায় অনেকটা সময়
দাঁড়ানোর ভঙ্গী,বলবার নির্লিপ্ত স্বরগ্রাম
আলগোছে চলে যাওয়া,ফিরে আসা
হেসে বসা,কবিতা লেখার সবটাই -
আচ্ছা তুমি কি আমার জন্যই
কবিতা লেখ, প্রতিটা অক্ষর,শব্দ
আদম ইভের ভূস্বর্গ থেকে একরাশ
মুগ্ধতা এনে রাখা -
প্রতি ছত্রে দেখি আমারই উৎসব
কখনো শহীদ হয়ে,কখনো প্রকট হয়ে
দাঁড় করায় প্রশ্নচিহ্নে, কখনও -
অমোঘ বাস্তবে !
তুমি কি সেই গাড়োয়ান
অসমান পথে নিষ্ঠুরভাবে ধাক্কা দিয়ে
নামিয়ে দিয়েছিলে !
তুমি কি সে-ই অষ্টাদশ যার থুতনির
সৌন্দর্য্য বিভ্রান্ত করেছিল আমাকে !
কিংবা সেই অভ্রান্ত যুবা
দীর্ঘক্ষণ পাশাপাশি বসে -
প্রাচীন কোন কক্ষে !
অনেকটা সময় ব্যস্ততা কোলাহল থেকে সরিয়ে কেবলমাত্র আমার
তোমাকে অনন্তর দেখবার,
নানাভাবে,নানারুপে,বারবার !
তুমি কি সে-ই ?