যখন দেখলাম একটিও ভাষা নেই
শূণ্যতায় ভর করে দাঁড়িয়ে আছে
একটাই ভবিতব্য
একটাই শব্দ
জলের তল থেকে উঠে আসা
হাঙরের আর্তি'র পাশে গড় করে তপস্যা
জুড়ে দিচ্ছে একাংশ
তারই বেচাকেনা চলছে খুব সস্তায়
কোনদিন এই নৈরাশ্যের মুক্তি হবে ভেবে
কেউ আগাম টাঙিয়ে রেখেছে
মহামিলনের' চৌহদ্দি ! একচোখা মানুষ
তখনও বুঝলো না
কোন ভাষা নেই শোনার মত
দম বন্ধ অস্তিত্বে খসে পড়ছে পারস্পরিক সেঁতু
তথাপি একটাই গন্তব্য
একটাই হেতু' র উপর ভর করে আছে
আমার যাবতীয় পরমায়ু
পরিস্থিতির সবটা এখন অদৃশ্যে পান করছে
অবহেলার পরমাশ্রু
কোন কথা নেই বলার মত
শোনার মত
কেবল কিছু বিক্ষুব্ধ দৃষ্টির রতিগৃহে ঘোরাফেরা
এ শব্দ আমার বিশেষ পরিচিত
জামা প্যন্টালুন খুলে শট্ দিতে রেডি
ঝকঝকে রোমিও ' জুলিয়েটের ঠোট অনির্বচনীয়
হেঁটে চলেছে জাগতিক মিলন দৃশ্য
খোলাখুলি' রাস্তায় ঘাটে ' ওর
আবরণী সযত্নে তুলে রাখা ছাড়া আমার
কোন কাজ নেই আপাতত !