মেশিনে তার শরীরটা ঠেলে দিয়ে
পেগের শরাব নিয়ে বসলেন আপনি
ও কি একটা কাগজ ছিল,
নেহাত এক আসবাব......
এক একটি  রক্তকণিকা,শব্দ, নেহাতই যাপন?

ডুবে গেলেন আপনি, ছিপছিপে কাব্যে তখন
রোম কায়রো ব্রিটেন ফেরত
লাস্যে বিকিনির এক একটা অক্ষর
কোমড় দোলানো বলড্যান্স!

এ সংজ্ঞা মার্কসের নয়, নেরুদারও নয়,
হল্লাবোল দেখতে দেখতে
রিপুক্রিয়ার অস্বাভাবিক তাড়ণে
সদর রাস্তায়
তিন নাম্বার পেগের নেশায়
গুলিয়ে ফেলছেন হাসমির প্রকৃত নাগরিকত্ব.....

একটাও লাথি, থ্রেট, এমনকি
বুক চিতিয়ে দাঁড়ায় নি কেউ, বিষপাত্রে তার
রোমাঞ্চিত আবিষ্কার,
ভেসে উঠছে প্রিয়ার  মুখ, ঢকঢক করে
টেনে নিলেন মৃত্যু।

দূরে তখন ঢাকঢোলে শ্মশানোৎসব
দাঁড়িয়ে ছিলেন ঠিক তার পাশেই
আজও গুমঘরে তাকে ছেটে ফেলা হয়
মন্ত্রীবর্গের মোচ্ছব টেবিলে,
ফুঁসে ওঠেন না আপনি
অক্ষত থাকে চেয়ারগুলো সব

উপরন্তু টেবিল তলার
কড়কড়ে ডলারতত্বে দুই মুষ্ঠি তখন
পররাষ্ট্রনীতির রঙীণ ডলারে বুঁদদ,

শুধুমাত্র সাদা থানগুলো সব -
বেঁধে দিলেন আপনাদের এঁটোকাটায়.......?