এভাবেই কেটে গেল সারাটা দুপুর
বিকেল গড়িয়ে রাত, থমথমে সেই......
গাঢ় মেঘ, ঘনঘোর দুর্যোগ বজ্র সমান
এলোমেলো ঘোর লাগা মৃত্যু শমন
ভরাট হৃদয় নিয়ে এসেছিলে কাছে
বসেছিলে আনমনে অনুরাগ লাজে
বিজলীর বুনো শ্বাস দাপটে হঠাৎ
কি যে হল হৃদয়ে ঘনাল অপঘাত
বাজের শব্দ যেন আঁধারের রোষ
রাতবেয়ে নেমে আসে কি আক্রোশ
এভাবেই কেটে গেল বাকি অবসর
সকাল গড়িয়ে বেলা,রাত্র দ্বি প্রহর
সেই থমথমে গাঢ়মেঘ বুকের ভেতর
আসে যায় কতকথা মধুমাখা কত
হাসি গান আলাপন মুগ্ধ কত শত
কেটে যেত সময়ের হরেক বিলাপ
আজ আবার বিজলীর ধমকানি মেঘ
নিষেধ রেখেছে যেন গোপন আবেগ
আজও সেই মেঘ ছিল বিদ্যুৎ ঝুঁকি
আছো নাকি বেদিটায় তোমারে খুঁজি
ফিরে গেছি ধুয়ে মুছে চিহ্ন না পেয়ে
এভাবেই চলে গেছে দুপুর বিকেল
বয়ে গেছে সন্ধ্যা গড়িয়ে রাত্র সকাল
এভাবেই............