সীমান্তে আজ সিঁদুর মেঘের খেলা
কোন সে রসিক একতারে সুর বেঁধে
গড়িয়ে বেলা এই কি তুমি, এলে -
উস্কানি দেয় মন খারাপের বেলা
বেশ বলেছ সেই খানে সব শেষ
যেদিন প্রথম সন্ধিগুলো শুরু
কেউ খোঁজেনি, নীরবতা মানে
মুখিয়ে থাকা অজস্র , বিদ্বেষ -
তীর মেলেনি প্রতিস্থাপন শেষে
যে দিনগুলো খুব ধোঁকা দেয় আজো
ভালো বাসার তীক্ষ্ণ নখরগুলো
শূল বিঁধেছে বিপন্ন বিশ্বাসে -
কুড়িয়ে বাঁশি শুকনো পাতার ঘরে
কিচ্ছুতো নেই ফাঁকাই আশার আলো
কখন তোমার সময় যাপন শেষে
আমার হবে প্রভাতী রাগ শুরু ।