মৃত্যুগুচ্ছ থেকে সরাসরি উঠে
নির্লিপ্ত পরিচয়
পথ ঘাট চিনেছে কেবল
সারে সারে পা"
প্রত্যুষ দেখবে বলে
অবগাহী রোদের কবলে
রেখে গেল শেষ পরিচয়
অন্তর্ভূক্ত রুটি
এ রুটি থিমের,শ্রম ভেঙে শ্রমিক
আওয়াজ,নিষ্ঠা প্রেমের
রুটি ছুঁয়ে জীবনের দায়
অভাব মোচন,চিনেছিল নিশ্ছিদ্র ধমনী
খুঁটে বাঁধা রুটি তাই
শ্রমিকের ভূখাপেট উচ্চকিত সংগ্রামী
আঁওয়াজ।