অথচ চিরন্তন পাবন থেকে
মুক্তি পেলেনা কবি , খন্ডিত তোমায়
জড়িয়ে
ধর্মকলের ফাঁসে
সংক্রমণের আঁধার আর বজ্জাতির লেপন
পাতা মুড়ে পরে আছে
পরগণার ঝুপড়ি বস্তির ঝোলায়
উচ্চবাচ্য হলনা____!
বিবিধের মাঝে "
শব্দটি নিয়ে চলেছে
বিস্তর খোঁচাখুঁচি
ধিক্কার দিলে _ হমারে দো "
গোটা রাষ্ট্র সমাজ দেশ
আজ মুখ থুবড়ে ধর্মের যাঁতাকলে
পরম ঘন্টায় দিচ্ছে শান্
আমাদের ঘুম নেই_ভিতীর মাক্স খুলে
দু'কলি গাইব আজ
লন জুড়ে আগাছের লাল চোখ
কোথায় বসাই বলোতো_?