আংশিক হৃদয় চাও,মানুষ চেয়েছ ?
কোন্ প্রত্যাশ্যার দাসত্বে হৃদয়
রেখেছ কি ক্ষতহীন প্রতিম শৃঙ্খল
বুনেছ কি অনাদৃত মরুক্ষেত্র বুকে
সু-নিবিড় ছায়াময় দীঘল বসতি
মধ্যান্হে শীতল আর সায়ান্হের যতি !
জেনেছ কি কতদূর অতৃপ্তের সুধা
তৃষাদের অভ্যন্তর চাষাবাদ ভূমে
অথৈ মুক্তা ফলে স্বপ্নের ত্রিযাম
চেয়েছ হৃদয় ক্ষতে আংশিক শরীর
পথে ঘাটে মেলে কিছু তবু অপ্রাপ্তির
মানুষ মেলেনি তাই অংশত সন্ধির