এ সমারোহ ফুরোয় না
কয়েক প্রহর শেষ না হতেই
নড়ে চড়ে ওঠে
প্রাক্ সময়ের নিয়মগুলো
ঘুরে ফিরে আসা বসন্তের শাখে
জেঁকে বসে একে একে
রৌদ্র , রাত্রি , সকাল - ঘুরে ফিরে
পুনরায় সেই কক্ষপথে !
চৈত্র প্রাতের ঘোর ঝঞ্ঝায়
যেমন করে নিভে আসে
বৈদ্যুতিন আলো, তোলপাড় ওলোট পালোট
হয়ে মিলিয়ে যাও তুমি
একান্তে সার্চ আলোয় অন্য কোন মুখে
লেবুতলায় ,পুকুর ঘাটে
কিংবা ট্রাম লাইনে গাঢ় নীল
কুয়াশা চাদরে - !
রৌদ্রসিক্ত মুখে যার ঝলসানো দাহ
নান্দনিক শৌর্য্য ছিটিয়ে
যজ্ঞের ঘি - একরাশ ভস্মীভূত ছাই !
আরেক জন্ম , আরেক জন্ম ,
আরেক জন্মে সেজেগুজে আবারো
দাঁড়াই
বুক খোলা বুশ শার্টে, মুখ ঘষে
কেঁদে ওঠে
লিপস্টিক ঠোট , আবারও !