তেলচিটে সাবানের মত
রঞ্জকে ভেজা
উল্কিগুলো মুছতে মুছতে -

চাবির গোছা ছড়ানো মাঠ
বৃন্দাবনী সুরে উদ্বেল বন্দর পোতাশ্রয়
গড়িয়ে চলেছে অবিরাম
উঠে শুয়ে বসে আছে
উলু ঘাসের পরে ।

ভবিষ্যৎ আসবে কি না ভেবে দেখছে
মনিষ
চরিত্র বিশ্লেষন হলে
বোঝা যাবে কোন ধাতে কতটা সৈনিক
সংসার পেড়োতে
বৈতরনীর স্রোতে
ডুবতে ডুবতে ভাসতে ভাসতে
উঠে ধুয়ে মুছে
উল্কিতে বেঁধা
সংসার হয়ে ওঠা
সৈনিক, নিরবচ্ছিন্ন মাঠটার মত

গুছিয়ে বসার সময় হয়নি আজো__