পুরুষ

সে আমার পিতা শৈশব আজীবন
পাশে থাকে হাত ধরে সুখ দুঃখে
শিখেছি প্রথম স্বর অ আ ক খ গ
সে পুরুষ পিতা ভ্রাতা বন্ধু স্বজন !

বঞ্চণা অবহেলা নিদারুণ দিনে
চোখে জল স্নেহময় বক্ষে আশীষ
সে পুরুষ পিতা মোর বন্ধু স্বজন
আজও আছে অবিকল দুঃসহ ঋণে !

পথে ঘাটে হোঁচট আঘাত দুরাশায়
হাসিমুখ একরাশ সেই সে পুরুষ
নিয়ে চলে ঠিকানায় সঠিক সময়
পিতা মোর পুত্র সে নানা ভূমিকায় !

নারী নাম পাশে তার যথার্থ তাই
অক্ষত রেখেছে সাজ এ জন্ম হায়
উভয়ের দুই হাত মিলনে যে হয়
সে পুরুষ সাথী মোর বন্ধু সদাই !