তুমিও সামিল আজকাল
যুগপৎ প্রবাহী ক্রিড়ায়,একচ্ছত্র সাম্রাজ্য সাজাতে
গতি থেকে নেমে যাওয়া
পরিবাহী চাঁদ
পথ ভেঙে অকৃত্রিম নিরেট প্রপাতে -
তুমিও কি সাজানো যৌলুস
কতিপয় খঞ্জ তাধি'নে, নিপাট সাজানো
রাজসূয় গোলকের পথে ?
খুঁটি গেড়ে আরাধ্য সাধন, কে জানে
কার প্রণিপাত , তুমিও তো
ব্রীড়ায় সেজেছ আঁজলায় নিসর্গ উত্তাপ !
ওরাও তো থেমে গেছে ' ডিজিটাল স্রোতে
ভেতরেও চকমকি হীরে নাকফুল
চমক লেগেছে গোটা মাঠ ঘাট জুড়ে
এইবারে সূচিপত্র হবে , ভিন্নতর মাটিতে মেঝেতে
দেখ সব তা'য়ে সুরঙ্গ জোযনা
শিশিরের ডগা ভেঙে অজস্র প্রপাত
চকমকি পাতায় কুড়িতে -
জোযনা শুধুই , এ শতাব্দ উত্তেজনা চায়
পথে পথে দুয়ারে সংসারে !