আরক্ত দুপুর বয়ে একই ধ্বনি সেই
সন্ধ্যা ঘনালো রাত্রি কোঠায় কেউ নই
ফাঙ্গাস জন্মেছে মধ্যেকার ক্ষেত
গভীর ফসল হত রাত কি বিরেত
বয়ে যেত সুরদ্ধনী শ্যঁওলা সেতুতে
কুচলা ফলের ভারে তুমিও নোয়াতে।
দুলে যেত সন্ধ্যামনি আরক্তিম ছোঁয়া
হাপের শব্দ বুকে হাপরের দেনা.....
ভাঙা পথ নড়বড়ে নোনায় ক্ষয়েছে
গর্ত কোটর দৃষ্টি আবছা ঘনাছে !
বয়ে গেছে রাত্রভার স্নায়বিক দেনা
শতজীর্ণ হৃদয়ের কে আর খুঁজি না