ও আগুন জ্বালে
হীরাকে খন্ড খন্ড করে উপেক্ষিত রোদ
কাবেরীকে ছুঁয়ে অঞ্জনার ছাতে
হুমড়ি খেয়ে পরে
আলতো চুমো দিয়ে উড়িয়ে দেয় চৈতী
একপশলা বৃষ্টি হাতে ঠায় দাঁড়ানো
আকাশটার মুখ কালো হয়।
             খ
সময়টা নোলক হয়েছে
মুখিয়ে রয়েছি
একবার ছুঁয়ে দেব নিষেধ অঞ্চল
পুড়ে পুড়ে বন্য হয়ে গেছি
চেখে নেব মানুষের স্বোয়াদ
             গ
মুখগুলো বেড়েই চলেছে
আর কমন্ডলু?
গিরিখাত,গহ্বরে তুমুল প্রতিধ্বনী
জটা বল্কলে সে এখন
পরাধীন প্রজা।
              ঘ
মা তখন কৃপাণ ছোঁয়ালো
মৃত গহ্বর থেকে নড়ে চড়ে উঠল
জন্ম মৃত্যু
কে কি নেবে? মুখিয়ে চন্ডাল
ধূলো বালি ঝঞ্ঝার মত একদল ভবিতব্য
মুখ থুবড়ে বলল " মৃত্যু মৃত্যু
আমি কিন্তু জন্ম" নিলাম
                ঙ
জীবন নিয়ে আমি বোধহীন
থেমেই ছিলাম
আগু পিছু তখন নরমুন্ডের দন্ত নখে
প্লেট বসাচ্ছেন বিশিষ্ট শল্যবিদ
হুড়মুড়িয়ে জেগে উঠল ষোড়ষকলা