খেলনাবাটি মন্ত্রী রাজা ছড়িয়ে আছে
রান্না বাটির সরঞ্জাম, ভাসছে জলে
অথৈ ওদের মেয়ের ঘরে তুলকালাম্
কি হয়েছে ও মেয়ে তুই একলা কেন
কোন্ দু:খে, পুতুল মেয়ে চলল নাকি
বর নিয়ে ভিন্ মুলুকে,অনেক আছে
ডাইনে বায়ে ফুল পাখিদের বনোৎসব
আসবি নাকি মেয়েকে নিয়ে পুতুল
ঘরের হরেক রব্, বিদেশ থেকে আনব
রাজা মন্ত্রীতে দম তার আদেশ,রানীর
মত সাজ পরাব ভিন্ন পোষাক ভিন্ন বেশ !
সাজব বাসর ফুল মালাতে বাজবে ছলে
সানাই তান্, আনব ডেকে যাত্রী বরের
বৌএর ঘরে রাত্ যাপন,যাত্রী হবে লিষ্টি
যারা আয়না বানাই কলম কই,নেই
মানে কি, এইতো ছিল বলনা কোথায়
কাজ অথৈ ! একলা মেয়ে লম্বা ছুটি
ব্যলকুনি আর বসার ঘর, রাত ঘুমিয়ে
স্বপ্নে জাগে অঢেল মেয়ে বন্ধু ওর !
কেউ সেজেছে সাটিন ফ্রকে,সিল্ক জড়োয়া
ভেলভেটে,রঙীণ খোপায় কেউ এসেছে
রামধনুকের মেঘ কেটে, মুখটি কালো
অশ্রু প্লাবন ও মেয়ে তোর দোসর কই,
তোমার কি যায়, করবই তো দুষ্টুামিও
শুনব না তো আর কারোই !
**একলা থেকে শিশুদের মুখগুলো সব ভারি হয়ে আছে। কালো হয়ে আছে। নেই ওদের দোসর। ভারি দু:খ হয়। লিখলাম ওদের নিয়ে।**