শিরায় শিরায় -----

রক্ত খুঁজে দেখেছি তোমায়
সঞ্চয়িতা গীতাঞ্জলি কোষে কোষে তার
আমারই বঙ্গভূম
রক্তলীলা শত, ভূ লুন্ঠিত দেহ ছাড়খাড়
ভাঙণে পীড়ণে, তোমার সন্তান
মাতৃদুগ্ধ ছেড়ে রক্ত পিয়াসী আজ
কঠোর আঘাত তাই
তোমার উপর, এসব কি লেখা ছিল
শত বর্ষ আগে কোন এক নিদাঘ বেলায়
এই দিন মৃত্যু লেখা আছে
কতটুক রক্ত পুষেছ স্বদেশ প্রাচীরে
লালায়িত বীজের ভেতর, একটি কণিকা তার
ছিল কি প্রকৃতি বিহীন
কুঠার ছিল কি
আকন্ঠ ভরা ছিল শমন দমনে
মৃতবৎস সে কি
স্বদেশের তিলক আঁকে নি
রয়ে গেল লক্ষ্যভ্রষ্ট শাপের মতন
কি দেব জবাব তবে এত রক্ত কোন প্রতিশ্রুতি
কোন শত্রু কোন বিধর্মীর
যে রক্ত লেখা আছে প্রতি ছত্র প্রতি শব্দে তার
তোমারই মূর্ত প্রতীতি, তুমিই রেখেছ তার
সর্বক্ষেত্রে সমন্বয়ে এ ভূমের
সৃষ্টি ধারা করে , আজ তাই শুয়ে আছ মাতৃক্রোড়ে
রক্ত খুঁজে কোষে কোষে
দেখেছি তোমায়
গীতাঞ্জলি ,সঞ্চয়িতা আজও তুমিময় !