সৌর প্রেমিক
-----------------------------
জল তেষ্টা পেল কার
অন্য কেউ ঢকঢক খেল
মেজাজে,ঢেঁকুরে
দোরগোড় বেয়ে ---
ভাবুন এটাই,এটাই ভাবনার !
বাড়া ভাত কে খেল, কার পাত
বুভুক্ষের থাল বেয়ে
অঢেল বচসা ---
ভাবুন এটাই !
কার গলগ্রহ , অন্য কোন্ পাত্রে
কার বেদনার্ত স্বর
আঁওয়াজ উঠেছে কার -
এটাই ভাবার !
রক্ত হাত ধুয়ে মুছে, কে এসেছে
তাগিদে তদ্বিরে, কথা ছিল কার
--ভাবতে থাকুন !
প্রদক্ষিণ শেষে পৃথিবী ছিটকে পরে
বিক্ষিপ্ত হলেই হঠাৎ থমকে যায় -
সেইক্ষণে ঢোকে যদি বুধ
সোমের বদলে শনি এসে
ঠায় বসে গ্রহের উপর ---- খসে যাবে
ঝড়ে যাবে সমূহ সম্প্রীতি সৌরবৎসর
আর বিবর্তন গতি, কিভাবে -
সাজাবে দিন রাত্রি সাধনের নির্মোহ রসনা
-ভাবুন শুধুই,ভাবতে থাকুন !