চলে যাব ঠিক শেষ দিন এলে
ছেড়ে যাব ফেলে যাব সবকিছু
কিচ্ছুটি না বলে শেষ গান হলে!
যাব চলে ঠিক নেব না কিছুই
শেষ দান দিয়ে চলে যাব ঠিক
কিছুই না বলে যাবই চলে !
পাষাণ গলেনি জমেনি হৃদয়
জনম জনম বাঁচুক এভাবেই
কিছুই না চাই ফিরে চলে যাই !
শেষ দিন এলে যাব যে চলে
সেইদিন শেষ হবে লেনদেন
সবকিছু রয়ে যাবে ফেলে যাব _
চলে যাব ঠিক সেই দিন এলে
নেব না কিছুই, শেষ কথা বলে
অবহেলা ফেলে যাব সেই দিন
কোনদিন আর চাইব না কিছু !