তুমি কি দেখেছ সেই উত্তাপ
জেনেছ কি রাত্রির ক্রন্দন শুধু সেই বুকের ভেতর
নেমে আসে একরাশ হাহাকার !
কেউ নেই আশপাশ ধূ ধূ সব
একগাল হাসি তার গালময় জঙ্গল দুটি চোখ
তার ওপর আঁকিবুকি বিধাতার
শুধালো সে 'কাঁদো কেন' ঘন তার নি:শ্বাস
কতকাল নির্ঘুম রাতজাগা মায়াভরা
চোখ তার - আমিও কেঁদেছি |
পরছিল প্রশ্বাস কাছে খুব, খুব কাছে
ছেড়ে গেছে ছেলে বুঝি - মনে আছে বলে গেছি
আরও কিছু যেওনা ওখানে , ওখানে যেওনা
হাসি নেই কেউ নেই - আমারও ছিলনা
ধূ ধূ রাত ধূ ধূ সব ফাঁকা হল
কবাটে ঝঞ্ঝাঘাত্
একটানা হাওয়া বেগ এরপর থমথমে
সীমাহীন স্তব্ধতা শুধু
বৃষ্টি নামেনি -