দুয়ারে বাছার শির
যমে মানুষে পাশাখেলা
এইবার
মানুষ পরাভূত I
যম যদি জানত
তবে খানায় চুবিয়ে কাঁদিয়ে মারত
আহা বাছা !
শকুনি জেনেছিল
বিশেষ চালে
রাজকন্যা রাজত্ব দুইই ফাঁসে
তবে রাষ্ট্রের শিরে যদি
সংক্রান্তি না হয় l
এইবার স্বরাজ পরাভূত l